গাজীপুরে বিএমএসএফ'র আহবায়ক কমিটির মানববন্ধন,১১ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে 204 0
গাজীপুরে বিএমএসএফ'র আহবায়ক কমিটির মানববন্ধন,১১ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে
হাসান আলী,গাজীপুর থেকে:
ইষ্টওয়েষ্ট মিডিয়ার ১১ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদ জানিয়ে, ২৫ আগস্ট বুদবার বেলা এগারোটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির নির্দেশানায় জেলা শাখার উদ্যোগে একযোগে সারাদেশের ন্যায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিএমএসএফ জেলা শাখার আহবায়ক,সাংবাদিক, ড.রিপন আনসারি,যুগ্ম আহবায়ক মোঃহাসান আলী,
সাংবাদ নির্যাতন প্রতিরোধ কমিটি জেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ। মানববন্ধনে ইষ্ট ওয়েষ্ট মিডিয়ার ১১ সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সাংবাদিকদের মিথ্যা মামলা প্রত্যাহরের দাবি জানানো হয়। সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হলেও দেশ ও মানুষের কল্যাণে সংবাদ প্রকাশ করলে মিথ্যা মামলা ও হামলার শিকার হোন যা একটি সভ্য সমাজ বা রাষ্ট্রের কাছে কাম্য নয়। বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্নকে বাস্তবায়ন করতে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে দূর্নীতিবাজদের বিরুদ্ধে সাংবাদিকরা বিশেষ ভূমিকা পালন করছে। দেশের গণমাধ্যমকে কোনঠাসা করে দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করতে স্বার্থপর কিছু লোকের দায় সরকার দা নিতে পারে না। প্রকৃত দোষী ব্যাক্তিকে আইনের আওতায় আনা রাষ্ট্র তথা সরকারের দায়িত্ব। অনতিবিলম্ব ইষ্টওয়েষ্ট মিডিয়ার ১১ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএমএসএফ গাজীপুর জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হাছিবুর রহমান শফিকুল ইসলাম ভুইয়া,নাসিমা আক্তার রেনু, ডাঃ বোরহান উদ্দিন অরণ্য,আক্তার হোসেন,ফাহিমা নূর, মোঃ জাকারিয়া,আলী আজগর খান সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।